স্পোর্টস ডেস্ক : ব্রেন্টফোর্ডের সঙ্গে ড্র করে মৌসুম শুরু করেছিল টটেনহ্যাম। আর ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটা হয়েছিল জয় দিয়ে। কিন্তু তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এই ম্যানইউকেই হারের স্বাদ দিল টটেনহ্যাম। হ্যারি কেইনকে ছাড়া খেলতে নেমে প্রথম জয় পেয়েছে তারা।
ঘরের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। পাপে মাতার সারের গোলে তারা এগিয়ে যাওয়ার পর শেষ দিকে আত্মঘাতী গোল করেছেন ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেস।
প্রথমার্ধটা গোলশূন্য ড্র থেকে যায়। একাধিক সুযোগ পেয়েছিল দুই দল। কিন্তু কেউই শেষ পর্যন্ত গোলের দেখা না পেয়েই বিরতিতে যায় দুই দল বিরতির পর লড়াই যেন নতুন মাত্রা পায়।
প্রথমার্ধের শেষ দিকে ছন্দ খুঁজে পাওয়া টটেনহ্যাম ৪৮তম মিনিটে এগিয়ে যায়। ডান দিকের বাইলাইন ধরে এগিয়ে কাটব্যাক করেন দেইয়ান কুলুসেভস্কি, বল ইউনাইটেডের একজনের গায়ে লেগে চলে যায় ছয় গজ বক্সের মুখে মাতার সারের পায়ে। ঠাণ্ডা মাথার শটে লক্ষ্যভেদ করেন ২০ বছর বয়সী মিডফিল্ডার।
৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলেও ভাগ্যের সহায়তা পায় টটেনহ্যাম। বাঁ দিক থেকে ইভান পেরিসিচের পাস বক্সে পেয়ে সামান্য একটু পা ছোঁয়াতে পারেন বেন ডেভিস, বল পোস্ট ঘেঁষে বেরিয়েও যেতে পারতো। ছুটে এসে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো জালে ঠেলে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
ম্যাচে লড়াইটা হয়েছিল সমানে সমান। ৫৬ শতাংশ সময় টটেনহ্যামের পায়ে ছিল বল। ১৭ শটের মধ্যে লক্ষ্য বরাবর শট ছিল ৬টি। অন্যদিকে ম্যানইউর পায়ে বল ছিল ৪৪ শতাংশ সময়। ২২ শটের মধ্যে লক্ষ্য বরাবর শট ছিল ৬টি।