স্পোর্টস ডেস্ক : পেনাল্টি শুটআউটে আর্সেনালের কাছে কমিউনিটি শিল্ড হেরেছিল ম্যানচেস্টার সিটি। প্রথমবার উয়েফা সুপার কাপেও একই রকম স্নায়ুপরীক্ষার মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জয়ীরা এবার কোনও ভুল করেনি। ইউরোপা লিগ জয়ীদের শুটআউটে ৫-৪ গোলে হারিয়ে ট্রেবলের সঙ্গে এই শিরোপাটিও যোগ করেছে।
চ্যাম্পিয়নস লিগ জয়ী ও ইউরোপা লিগ জয়ীর মাঝে হয়ে থাকে বার্ষিক এই শিরোপা লড়াই। এমন লড়াইয়ে ম্যানচেস্টার সিটির অভিজ্ঞতা এবারই প্রথম। তার পরেও উপভোগ্য লড়াই তারা উপহার দিয়েছে। বিশেষ করে সেভিয়া শুরু থেকে হাইপ্রেসিং ফুটবলে সিটিকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। এন নেসিরি বেশ কয়েকটি সুযোগ মিস করে অবশেষে ২৫ মিনিটে প্রতি আক্রমণে জাল কাঁপিয়ে সেভিয়াকে এগিয়ে দিয়েছিলেন। সিটিও সমতা ফেরায় ৬৩ মিনিটে। গোলটি করেছেন পালমের। যোগ হওয়া সময়ে সিটির হয়ে ম্যাচটা জেতাতে পারতেন নাথান একে। কিন্তু তার হেড দারুণ দক্ষতায় সেভ করেছেন সেভিয়া গোলকিপার বোনো।
গ্রিসে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে শুটআউটের প্রথম ৯টি জাল কাঁপিয়েছে। শুধু সেভিয়ার গুদেলের শট ক্রসবারে লেগে প্রতিহত হলে জয়ের উল্লাসে মাতে সিটি। গার্দিওলার অধীনে জেতা এটি সিটির ১৫তম ট্রফি।