ডিএসইতে সূচকে মিশ্র অবস্থা, কমেছে লেনদেন

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়েছে। এছাড়া এদিন কমেছে শেয়ার লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৮০ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৮ কোটি ২১ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ৮৭ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৮৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক .৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪২পয়েন্টে।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৯ পয়েন্টে।

বৃহস্পতিবার সিএসইতে ১৬৭টি প্রতিষ্ঠানের ৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬টির দর বেড়েছে, কমেছে ৭৪টির এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com