তথ্যপ্রযুক্তি ডেস্ক: রেডমি ১২ সিরিজের একটি মডেলের স্মার্টফোন বিক্রি করে রেকর্ড তৈরি করল শাওমি। এই ফোনটি ৩ লাখ ইউনিট বিক্রি হয়েছে। ফোনটি ৪জি ও ৫জি ভার্সনে পাওয়া যাচ্ছে।
রেডমি ১২ ৪জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ৮ হাজার ৯৯৯ রুপি। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০ হাজার ৯৯৯ রুপি।
রেডমি ১২ ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০ হাজার ৯৯৯ রুপি। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২ হাজার ৪৯৯ রুপি। আর এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪ হাজার ৯৯৯ রুপি।
এই দুই ফোনেই রয়েছে ৬.৭৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর ওপরে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। অ্যানড্রয়েড ১৩ ভার্সনে ফোনটি চলবে। সঙ্গে আছে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস এমআইইউআই ১৪ ভার্সন।
রেডমি ১২ ৪জি ফোনের র্যাম ১২ জিবি পর্যন্ত এবং রেডমি ১২ ৫জি ফোনের র্যাম ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে ভার্চুয়াল র্যাম এক্সটেনশন সাপোর্টের সাহায্যে। রেডমি ১২ ৫জি ফোনের স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে।
রেডমি ১২ ৪জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স), ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর।
রেডমি ১২ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেনসর (ম্যাক্রো লেন্স)।
রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি- দুটো ফোনেই রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর।