বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তিনি মাঝে মাঝেই সংবাদমাধ্যমে নিজের কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন থাকেন। আর তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত অনুরাগীদেরও বেশ জানার আগ্রহ।
সম্প্রতিই অভিনেত্রী তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। ম্যাথিয়াস বোয়ের সঙ্গে বলি তারকা তাপসীর প্রেমের সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে এর আগেও অনেকবার শিরোনামে এসেছেন তাপসী। তবে এবার তিনি নিজেই বললেন, ম্যাথিয়াসের সঙ্গে সম্পর্ক গোপন রাখতে চাই না। আমাদের আট বছরের সম্পর্ক, লুকানোর কিছু নেই।
অভিনেত্রী আরও বলেন, আমি সবসময় ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে চাই। আমি চাই, আমার কাজ নিয়ে শিরোনাম হোক; ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নয়। এছাড়াও তিনি বিয়ের বিষয়ে বলেন, অনেকগুলো সিনেমার কাজ হাতে রয়েছে। সব ডেট বুকড। পরিবার, বন্ধুবান্ধব, এমনকি নিজের জন্যও কোনো তারিখ ফাঁকা নেই। তাহলে বিয়ের দিন স্থির করব কী করে (হাসি)। সূত্র: আনন্দবাজার পত্রিকা।