ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন বেড়েছে শেয়ার লেনদেন। এছাড়া অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৯৪৭ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৯ কোটি ৬৭ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকার।
দিনভর লেনদেন হওয়া ৩৬৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, দর কমেছে ৯৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮৩টির।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৬ পয়েন্টে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৮ পয়েন্টে।
বৃহস্পতিবার সিএসইতে ২১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৬৬টির দর বেড়েছে, কমেছে ৬৮টির এবং ৮১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।