পুকুরে ভাসছে আগুনে জ্বলছে ব্যালট বাক্স, নিহত ১৩

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে আজ সকাল ৭টা থেকে শুরু হয়েছে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন। রাজ্যর নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ছে ৬৬ দশমিক ২৮ শতাংশ। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে ঘটা সহিংসতায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, মনোনয়ন পর্ব থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার অভিযোগ উঠেছে। এ জন্য রাজ্যের সব ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিরোধীরা হাইকোর্টে আবেদন করেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেয়। জানায়, সব ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর সদস্য রাখতে হবে। যদিও শেষ পর্যন্ত রাজ্যের সব ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছাতে পারেননি কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা।

রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিংহ জানিয়েছেন, ৬০ হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত এক চতুর্থাংশ কেন্দ্রেই তারা রয়েছে। তারপরেও হিংসার অভিযোগ থামেনি।

এদিকে রাজ্যের সাতটি জেলায় হিংসার জেরে প্রাণহানির অভিযোগ উঠেছে। ওই সাত জেলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

ব্যালট লুট, ব্যালট বাক্সে আগুন দেওয়ার অভিযোগও উঠেছে। ভোটের দিনেও হিংসা থামেনি মুর্শিদাবাদে। শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত সেখানে মারা গিয়েছেন পাঁচ জন। সেখানে দুই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। নিহত এক কংগ্রেস এবং সিপিএম কর্মীও রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে নিহত হয়েছেন এক তৃণমূল কর্মী। কোচবিহারের ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোটেরহাট ৪/৩৮ নম্বর বুথে বিজেপির এজেন্টকে খুনের অভিযোগ উঠেছে। দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। মালদহের মানিকচকে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। ইংরেজবাজারে বোমাবাজিতে নিহত হয়েছে একজন তৃণমূল প্রার্থীর শাশুড়ি।

নদিয়ার চাপড়ায় তৃণমূলের এক কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। গোয়ালপোখরেও শাসকদলের এক কর্মী নিহত হয়েছেন। পূর্ব বর্ধমানের কাটোয়ায় নিহত হয়েছে তৃণমূলের এজেন্ট। গোয়ালপোখরে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। নাম জামিরউদ্দিন।

যদিও রাজীব সিংহ জানান, ভোটের দিন তিন জনের মৃত্যু হয়েছে। তিনি জানিয়েছেন, রাজ্যের আইনশৃঙ্খলা রাজ্য পুলিশের বিষয় আর নির্বাচন কমিশনের কাজ ‘ব্যবস্থাপনা’। সেই কাজটা কমিশন করেছে। অশান্তির অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকার এসপি, জেলাশাসককে জানানো হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com