ঢাকা: গাজীপুর, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত তিনজনকে শপথবাক্য পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সোমবার সকালে শপথবাক্য পড়ানো হয়।
গত ৫ এপ্রিল নির্বাচন কমিশন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। ২৫ মে এ সিটিতে নির্বাচন হয়। নির্বাচনে একজন মেয়র ও ৭৬ জন কাউন্সিলর নির্বাচিত হন।
গত ৫ জুন নির্বাচিত মেয়র ও ৭৬ কাউন্সিলরের নামের তালিকা বাংলাদেশ গেজেটে প্রকাশ হয়।
গত ১৭ এপ্রিল খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রায় দুই মাস পর ১২ জুন এ দুই সিটিতে নির্বাচন হয়।
খুলনা সিটিতে এক মেয়র ও ৪১ কাউন্সিলর এবং বরিশাল সিটিতে এক মেয়র ও ৪০ কাউন্সিলর নির্বাচিত হন।
২০ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নামের তালিকা বাংলাদেশ গেজেটে প্রকাশ হয়।
স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন-২০০৯-এর ৭ (২) ধারা অনুযায়ী, নির্বাচিত মেয়র বা কাউন্সিলরদের নামের তালিকা সরকারি গেজেটে প্রকাশ হওয়ার ৩০ দিনের মধ্যে সরকার বা মনোনীত কর্তৃপক্ষের মাধ্যমে তাদের শপথ গ্রহণের বিধান রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক, বরিশাল সিটির নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত ও গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে শপথ পড়ান।
নির্বাচিত মেয়ররা তাদের জন্য নির্ধারিত আসনে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করেন। পরে তিন সিটিতে নির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।