স্পোর্টস ডেস্ক: বর্তমানে ক্রিকেট দুনিয়ায় অন্যতম আকর্ষণের নাম ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশেই আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক ক্রিকেট লিগ চালু রয়েছে। যেখানে দেশ-বিদেশের একাধিক ক্রিকেটাররা অংশ নেন। তবে বিদেশের লিগে বাকি সব দেশের ক্রিকেটাররা অংশ নিলেও ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণে বিধিনিষেধ রয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে। তবে এবার ভারতীয় ক্রিকেটারদের বাইরের দেশের লিগে খেলার অনুমতির বিষয়টি নিয়ে ভাবছে রোহিত শর্মাদের বোর্ড।
বিশ্বের বিভিন্ন দেশের লিগে আইপিএলের ফ্রাঞ্চাইজি মালিকেরা দল কিনছেন। ফলে ভারতীয় ক্রিকেটারদের বিষয়টি নিয়ে ভাবতে বাধ্য হয়েছে বিসিসিআই। বিদেশের লিগের চাপে যাতে ঘরোয়া ক্রিকেটের ক্রিকেটাররা হঠাৎ-হঠাৎ অবসর নিয়ে না নেন, ঘরোয়া ক্রিকেটের মান কোনভাবে যাতে না পড়ে যায় এসব কিছুই মাথায় রাখতে হচ্ছে বোর্ডকে। এমন আবহে বিসিসিআইয়ের এক সূত্র মারফত জানানো হয়েছে, বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন বিসিসিআইয়ের কর্তা-ব্যক্তিরা।
বর্তমানে বিসিসিআইয়ের যে নিয়ম রয়েছে তাতে করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও একজন ক্রিকেটার বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলতে পারেন না। যতক্ষণ না পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিচ্ছেন, ততক্ষণ তিনি বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলতে পারবেন না। এমনকী তিনি আইপিএল খেললেও বিদেশের লিগে খেলতে পারবেন না। ফলে তাঁকে বিদেশের লিগে খেলতে গেলেও আইপিএল থেকে অবসর নিতে হবে। সেই পরিস্থিতিতে আগামী ৭ জুলাই বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ে বসতে চলেছে। সেই মিটিংয়েই এই বিষয়ে পর্যালোচনা করা হবে।
আম্বাতি রাইডু সম্প্রতি চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের শিরোপা জেতার পরে অবসর নিয়েছেন। এবার তাঁকে খেলতে দেখা যাবে মেজর লিগ ক্রিকেটে। সেখানে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলবেন তিনি।
এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের আরো একটি বিষয় মাথায় রাখতে হচ্ছে , বিশ্বের বিভিন্ন দেশে গড়ে উঠা ফ্রাঞ্চাইজি লিগে খেলতে তাদের ক্রিকেটারদের অবসরের পরে যদি অনুমতি দেওয়া হয় তাহলে ঘরোয়া ক্রিকেটের ক্রিকেটাররা সেইসব লিগে খেলতে আবার অবসরে চলে যাবে না তো। এসব বিষয় বিবেচনায় রেখে বোর্ড মিটিংয়ে আলোচনায় বসতে যাচ্ছে বোর্ড কর্তারা।