বিনোদন ডেস্ক: গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন নোরা ফতেহি। ‘সেক্সি ইন মাই ড্রেস’ গান রিলিজের পর এবার নিজেই সেক্সি অবতারে ধরা দিলেন। পরনে বিকিনি, ডেনিম হট প্যান্ট। ‘দিলবার’ গার্লের নাচ দেখে সরগরম নেটপাড়া।
এই মুহূর্তে ভারতের চর্চিত তারকাদের মধ্যে অন্যতম নোরা ফতেহি। আইটেম ড্যান্সার হিসেবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ নামডাক করেছেন মরোক্কান সুন্দরী। মিনিট কয়েকের নাচের জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও তার নাচ দেখে হাততালির শব্দে ভরে উঠেছিল গোটা ময়দান। এবার নতুন রিল ভিডিওতে নেটপাড়া গরম করলেন অভিনেত্রী।
নোরা ফতেহির সাম্প্রতিক ভিডিওতে অবশ্য একাধিক পোশাকে দেখা গেল তাকে। কখনও বাদামি মিনিস্কার্ট, স্ট্র্যাপি ক্রপ টপ পরনে দেখা গেল তাকে। কেতাদুরস্ত ক্যাপশন। নোরার কথায়, গ্রীষ্মের দুপুরে খুনসুটি। আপনারা নিজেদের ভিডিও বানিয়ে আমাকে ট্যাগ করুন। আমি পোস্ট করব।
নোরা ফতেহির ক্যারিয়ারগ্রাফ যে বর্তমানে ঊর্ধ্বমুখী, তা বলাই বাহুল্য। একাধিক মিউজিক ভিডিও, সিনেমার কাজ তার হাতে। সম্প্রতি অভিষেক বচ্চনের সঙ্গে এক সিনেমার শুট শেষ করেছেন। যে ছবির পরিচালক রেমো ডি’সুজা।