স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের তিন মাস বাকি থাকলেও এখনও পূর্ণাঙ্গ সূচি জানায়নি আইসিসি। তবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (২৭ জুন) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হতে পারে।
এদিকে পূর্ণাঙ্গ সূচি প্রকাশের আগেই বিশ্বকাপের সেমিফাইনালের সম্ভাব্য দুই ভেন্যু নিয়ে গণমাধ্যমে চাউর নানান গুঞ্জন। এ ছাড়া বাংলাদেশের ৯ ম্যাচের ছয় ভেন্যু নিয়েও গুঞ্জন রয়েছে।
ভারতীয় গণমাধ্যমের দাবি, কলকাতার ইডেন গার্ডেন্সে এবং মুম্বাইয়ে বিশ্বকাপের দুই সেমিফাইনালের একটি হতে পারে। যদিও শুরুর দিকে বেঙ্গালুরু এবং চেন্নাইয়ে সেমিফাইনাল আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিসিআই। কিন্তু পরে এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে আয়োজকরা।
এই প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্মকর্তার ভাষ্য, বিশ্বকাপের সেমিফাইনালের ভেন্যু পরিবর্তন হয়েছে। প্রথমে বেঙ্গালুরু এবং চেন্নাই ঠিক হলেও পরে তা মুম্বাই এবং কলকাতায় করা হয়। বাকি সূচি আগে যেমন ঠিক হয়েছিল, তেমনটাই রাখা হয়েছে।
গণমাধ্যমে গুঞ্জন, বিশ্বকাপে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ছয়টি ভেন্যুতে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে দুটি করে ম্যাচ গড়াবে কলকাতা, পুনে ও ধর্মশালায়। এ ছাড়া বেঙ্গালুরু, মুম্বাই ও চেন্নাইতে টাইগারদের একটি করে ম্যাচ হতে পারে। এর সঙ্গে গুয়াহাটিতে হতে পারে লাল-সবুজের প্রতিনিধিদের প্রস্তুতি ম্যাচ।
এদিকে মঙ্গলবার থেকে বিশ্বকাপের হান্ড্রেড ডে কাউন্টডাউন শুরু হবে। তাই চূড়ান্ত সূচি ও ভেন্যু ঘোষণার জন্য এই দিনটিকেই বেছে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই); এমনই গুঞ্জন চারদিকে।
অন্যদিকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বিশ্বকাপের খসড়া সূচি পাঠিয়েছে বিসিসিআই।
সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের এবারের আসরের। সেমিফাইনাল দুটি হবে ১৫ ও ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর আহমেদাবাদে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এক মাস ১৪ দিনের এই মহাযজ্ঞের।
বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি মাঠে গড়াবে ১৯ অক্টোবর। ভেন্যু নির্ধারণ করা হয়েছে পুনে। ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনসে।
স্বাগতিক ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা। এ ছাড়া ১৫ অক্টোবর আহমেদাবাদে তারা মুখোমুখি হবে পাকিস্তানের। ধর্মশালায় ২২ অক্টোবর তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। ৫ নভেম্বর কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে তাদের গ্রুপ পর্বের লড়াই।
আগামী ৯ অক্টোবর বিগ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ ছাড়া ৪ নভেম্বর আহমেদাবাদে অস্ট্রেলিয়া লড়বে ইংল্যান্ডের বিপক্ষে।