শ্রীলঙ্কার জয়ের দিনে হোঁচট খেলো আয়ারল্যান্ড

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক : কুশল মেন্ডিস-সাদেরা সামারাবিক্রমার সঙ্গে হাফ সেঞ্চুরির পেয়েছেন পাথুম নিশানকা ও দিমুথ করুনারত্নে। তাদের চারজনের ব্যাটে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৩৫৫। এমন পুঁজি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনুমেয়ভাবেই জয় পেয়েছে দাসুন শানাকার দল। এদিকে শ্রীলঙ্কার ১৭৫ রানের জয়ের দিনে ওমানের কাছে হেরে হোঁচট খেয়েছে আয়ারল্যান্ড।

বুলাওয়াতে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কাকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার নিশানকা ও করুনারত্নে। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৯৫ রান। হাফ সেঞ্চুরির পর ৫২ রান করা করুনারত্নে আয়ান খানকে উইকেট দিয়ে ফিরলে ভাঙে তাদের জুটি। বাঁহাতি এই ব্যাটারের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি নিশানকাও। তরুণ এই ব্যাটার ৫৭ রান করে ফিরেছেন বাসিল হামিদের বলে বোল্ড হয়ে। এদিকে তিনে নেমে ৭৮ রানের ইনিংস খেলেছেন মেন্ডিস। তাকে সঙ্গ দেয়া সামারাবিক্রমার ব্যাট থেকে এসেছে ৭৩ রান। শেষ দিকে চারিথ আসালঙ্কা মাত্র ২৩ বলে অপরাজিত ৪৮ রান করলে শ্রীলঙ্কা থামে ৩৫৫ রানে।

এমন বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রোহান মুশতোফাকে হারায় আরব আমিরাত। এরপর মুহাম্মদ ওয়াসিম এবং ভ্রিত্তিয়া অরবিন্দ খানিকটা জুটি গড়ার চেষ্টা করেন। যদিও তাদের জুটি বেশি বড় করতে দেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৮০ রানে থামে আরব আমিরাত। শ্রীলঙ্কার হয়ে ২৪ রানে ৬ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা।

বুলাওয়ের অ্যাথলেটিক মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা বেশ ভালো করেছিল আয়ারল্যান্ড। দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ডি ম্যাকব্রাইন মিলে যোগ করেন ৫১ রান। বিলাল খানের বলে স্টার্লিং ২৩ আর ফয়েজ বাটের বলে ম্যাকব্রাইন ফিরলে বিপাকে পড়ে আইরিশরা। দ্রুতই বিদায় নিয়েছেন অ্যান্ড্রু বালবির্নি। এরপর হ্যারি টেক্টর ও লরকান টাকার মিলে প্রতিরোধ গড়েন। তবে টাকারকে ফিরে যেতে হয় ২৬ রানে। ডানহাতি এই ব্যাটারের বিদায়ের পর টেক্টর ৫২ এবং জর্জ ডকরেল অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেছেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান তোলে আয়ারল্যান্ড।

সেই লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯ রানেই জাতিন্দার সিংকে হারায় ওমান। দ্বিতীয় উইকেট জুটিতে ওমানকে টেনেছেন কাশাফ প্রজাপতি ও আকিব ইলিয়াস। হাফ সেঞ্চুরির পর ৫২ রানে আকিব ইলিয়াস আর কাশাফ সাজঘরে ফিরেছেন ৭২ রানে। অধিনায়ক জিসান মাসুদ ৫৯ আর মোহাম্মদ নাদিম ৪৬ রান করে ওমানের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন। তাতে প্রথমবারের মতো ওয়াানডেতে আয়ারল্যান্ডকে হারাল ওমান।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com