ঢাকা : নাথিং ফোন তাদের বহুল প্রতীক্ষিত স্মার্টফোন মডেল ‘নাথিং ফোন ২’ এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করেছে। আগামী ১১ জুলাই বিশ্বব্যাপী ফোনটি উন্মোচন করা হবে বলে সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
গত বছরের জুলাইয়ে ভারতের বাজারে লঞ্চ হয় ‘নাথিং ফোন ১’।
‘নাথিং ফোন ২’ এর ডিসপ্লে এর আগের ফোনের তুলনায় ০.১৫-ইঞ্চি বড় হবে। অর্থাৎ নতুন ফোনটি ৬.৭-ইঞ্চি ডিসপ্লে প্যানেলের সঙ্গে আসবে।
জানা গেছে, পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া আসন্ন মডেলের সঙ্গে তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এর ব্যাটারি হবে ৪৭০০ এমএএইচ ক্যাপাসিটি। এই ফোনটিও ভারতে পাওয়া যাবে। শুধু তাই নয়, ফোনটি হবে ‘মেড ইন ইন্ডিয়া’।
‘নাথিং ফোন ২’ এর মূল্য কতো হবে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটির দাম ৪০,০০০ টাকার কাছাকাছি রাখা হবে। এছাড়া ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি।