স্পোর্টস ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাভিস হেড আর স্টিভ স্মিথের সেঞ্চুরিতে চালকের আসনে থেকেই প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের আক্রমণ পাত্তা না দিয়ে তুলে প্রথম দিনে নেয় ৩২৭ রান, দ্বিতীয় দিনে কিছুটা ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হলেও তা কাটিয়ে ওঠেছে তারা। অজি বোলারদের তোপে কোণঠাসা হয়ে পড়েছে ভারত। প্রথম ইনিংসে এখনো পিছিয়ে ৩১৮ রানে, দ্বিতীয় দিন শেষ করতেই হারিয়েছে ৫ উইকেট।
১৪৬ রানে দ্বিতীয় দিন শুরু করা হেড দ্বিতীয় দিনে এসে খুব বেশি এগোতে পারেননি। এদিন আর মাত্র ২৭ রান করেই মোহাম্মদ সিরাজের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। হেড ১৬৩ রানে আউট হলে ভাঙে স্মিথের সাথে তার ২৮৫ রানের জুটি যা আবার ভারতের বিপক্ষে অজিদের চতুর্থ সর্বোচ্চ।
এরপর মধ্যাহ্নবিরতির আগেই আউট ফিরে যান ক্যামেরন গ্রিন, স্মিথ আর মিচেল স্টার্কও। তবে স্মিথ ঠিকই তুলে নেন ক্যারিয়ারের ৩১ তম সেঞ্চুরি। স্মিথ ১২১ রানে আউট হবার পর অধিনায়ক কামিন্স আর এলেক্স ক্যারির ৫১ রানের অষ্টম উইকেট জুটিতে ভর করে ৪৬৯ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।
এদিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। অধিনায়ক রোহিত শর্মা আর শুভমান গিল মারমুখী ব্যাটিং এ প্রথম চার ওভারেই তুলে নেন ২৪ রান। তবে এ আগ্রাসন বেশিক্ষণ চলেনি। অজি অধিনায়ক পেট কামিন্সের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে আউট হন রোহিত। এরপর আরেক ওপেনার গিল আউট হন স্কট বোলেন্ডের বল ছেড়ে দিয়ে। অফ স্ট্যাম্পের বাইরের বল ভেবে ছেড়ে দিলেও তা আঘাত হানে লক্ষ্যেই। অভিজ্ঞ ব্যাটার পূজারাও একই রকম আউট হন তবে গ্রিনের বলে। আর ভিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেটটাও বাউন্সারে দ্রুইতই তুলে নেন মিচেল স্টার্ক।
৭১ রানে ৪ উইকেট হারিয়ে যখন বিপদে ভারত তখনই দৃশ্যপটে হাজির জাদেজা-রাহানে জুটি। এ দুজনের দায়িত্বশীল ব্যাটিং এ স্কোরবোর্ডে কোনো উইকেট না হারিয়েই যুক্ত হয় ৭১ রান। জাদেজা ব্যক্তিগত ৪৮ রানে নাথান লায়নের বলে আউট হলেও অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেন শ্রিকর ভারত ও রাহানে, ভারতের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫১ রান।