আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে বাংলাদেশের দুই নাগরিক রয়েছেন। তাদের একজনের নাম ইমরান হোসেন (৪১)। তার পিতার নাম আবুল হোসেন। নিহত আরেক ব্যক্তির নাম এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার (১ জুন) বিকালে কুয়েতের জিলিব আল সুয়েখ অঞ্চলে একটি তিনতলা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। এর ফলে পুরো ভবনটিই বিধ্বস্ত হয়।
খবর পেয়ে আরদিয়া এলাকা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ছুটে যায়। তারা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে আরব টাইমস নামের একটি গণমাধ্যম জানিয়েছে, আবাসিক ভবনের ভেতরে আগুনে পুড়ে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দু’জন আহত হয়েছেন।
আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।