স্পোর্টস ডেস্ক : আগামী মাসে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। স্পেনের বার্সেলোনায় ১৭ জুন গিনির মুখোমুখি হবে সেলেসাওরা। এর তিন দিন পর পর্তুগালের রাজধানী লিসবনে সেনেগালের বিপক্ষে নামবে খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আসন্ন এই দুটি প্রীতি ম্যাচের জন্য পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছেন ব্রাজিলের অস্থায়ী কোচ র্যামন মেনেজেস। তবে ২৩ সদস্যের এই দলে ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসনরা থাকলেও ডাক পাননি দেশটির ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, গত এপ্রিলের শুরুতে ডান পায়ের লিগামেন্টের অস্ত্রোপচার শেষে পুরোপুরি সুস্থ হননি নেইমার। যে কারণে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে ডাক পাননি পিএসজির এই ফরোয়ার্ড।
গত ফেব্রুয়ারিতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে খেলার সময় অ্যাঙ্কেলে চোট পান নেইমার। চোটের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাতারের একটি হাসপাতালে অস্ত্রোপচারের টেবিলে যেতে হয় তাকে। তখনই থেকেই ব্রাজিলিয়ান এই সুপারস্টারের মাঠের বাইরে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়।
প্রীতি ম্যাচে ব্রাজিলের ২৩ সদস্যের দল :
গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, এভারটন;
ডিফেন্ডার: ইবানেজ, মিলিতাও, মার্কিনহোস, নিনো, দানিলো, ভেন্ডারসন, অ্যালেক্স টেলস, আয়ারটন লুকাস;
মিডফিল্ডার: আন্দ্রে, গুইমারেস, ক্যাসেমিরো, জুয়েলিটন।
আক্রমণভাগ: লুকাস পাকুয়েতা, ম্যালকম, পেদ্রো, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়ুস।