বিনোদন ডেস্ক: বরাবরই খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। তার ফিটনেসের কারণেই লাইমলাইটে থাকেন তিনি। যদিও এবার এক অন্য কারণে পেজ-থ্রির পাতায় নিজের জায়গা তৈরি করলেন অভিনেত্রী।
সম্প্রতি মুম্বাইয়ের রেস্তোরাঁয় গিয়েছিলেন মালাইকা। সেখান থেকে বেরোনোর সময় অভিনেত্রীকে ঘিরে ধরেন বেশ কয়েকজন তরুণী। প্রিয় অভিনেত্রীর কাছে কিছু একটা বিষয় নিয়ে অনুরোধ জানাতে থাকেন তারা। যদিও তাদের বোঝানোর পর বেশ কিছু তরুণী দূরে সরে গেলেও মালাইকার পিছু ছাড়লেন না দুজন। ক্যামেরায় উঠে এল সেই ভিডিও। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে উঠে পড়েছেন অভিনেত্রী কিন্তু তারপরেও তাকে পিছু ধাওয়া করে চলেছে দুই তরুণী। এমনকি একটা সময় তার গাড়ির সামনে এসেও হাজির হয় তারা। দেহরক্ষীরা তাদের বারবার সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও কোনো কথাই শুনতে রাজি ছিলেন না দুই তরুণী।
ভিডিও দেখে রীতিমতো রেগে লাল নেটিজেনরা। কমেন্ট বক্সে কেউ লিখলেন, যে কাজ হয়েছে সেটা মোটেই ভালো হয়নি। এভাবে কাউকে হেনস্তা করা উচিত নয়। অন্য আরেকজন লিখলেন, এমন বেশকিছু তরুণী রয়েছে যারা সবসময় সেলেবদেরকে দেখলেই হেনস্তা করে। এগুলো একেবারেই ঠিক কাজ নয়।
কয়েকদিন আগেই প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে বার্লিন ও অস্ট্রিয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন মালাইকা। তার প্রেম জীবনে নিয়েই বেশি চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। মাঝেমধ্যেই শুনতে হয় নানান কটাক্ষ। যদিও সেসবে খুব একটা বেশি পাত্তা দিতে নারাজ এই তারকা জুটি। কাজের দিক থেকে, সম্প্রতি মালাইকাকে দেখা গেছে গুরু রণধাওয়ার সঙ্গে একটি মিউজিক ভিডিওতে।