তথ্যপ্রযুক্তি ডেস্ক: সম্প্রতি বাজারে এসেছে লাভা অগ্নি ২ ফোন। কম দামের এই ফোনে ৫জি কানেক্টিভিটি রয়েছে। এছাড়াও এর অন্যান্য ফিচারও ফ্ল্যাগশিপের মতোই।
কার্ভড অ্যামোলিড ডিসপ্লের এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
এই ক্যামেরায় রয়েছে ১.০ মাইক্রন পিক্সেল সেন্সর, ক্যামেরা ছাড়াও প্রসেসর ও ব্যাটারিতেও দারুণ ফিচার্স যোগ করেছে লাভা।
ডিসপ্লে
এই স্মার্টফোনে রয়েছে ৬.৭৯ ইঞ্চি থ্রিডি ডুয়াল কার্ভড অ্যামোলিড ডিসপ্লে। এতে ফুল এইচডি প্লাস রেজুলেশন পাওয়া যাবে।
এই ডিসপ্লেতে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যাবে। থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
প্রসেসর এবং স্টোরেজ
এই ফোনে ৬ এনএম মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০৫০ প্রসেসর। সিপিইউ রয়েছে অক্টোকোর। প্রসেসরের ক্লক স্পিড ২.৬ গিগাহার্টজ। এই প্রসেসর ৮ জিবি র্যাম সাপোর্ট করে। ইন্টার্নাল স্টোরেজ পাবেন ২৫৬ জিবি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়াতেও পারবেন।
অপারেটিং সিস্টেম
এই ফোন চলবে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে। এই অপারেটিং সিস্টেমে ৩ বছরে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
ক্যামেরা
এই ৫জি মোবাইল রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা। যেখানে মিলবে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর। অ্যাপারচার এফ/১.৮৮। এর সঙ্গে রয়েছে আল্ট্রা ওয়াইড লেন্স, ডেপথ ও ম্যাক্রো সেন্সর, এছাড়া থাকছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। লাভার দাবি এই ক্যামেরা ১.০ মাইক্রন পিক্সেল যুক্ত। এই ক্যামেরা হাই কোয়ালিটি ছবি তুলতে সাহায্য করবে ইউজারদের।
ব্যাটারি
৫জি ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। এমতাবস্থায় ভালো ব্যাটারি ক্যাপাসিটি ও ফাস্ট চার্জিং সাপোর্ট খোঁজেন অনেকে। লাভা অগ্নি ২ মডেলে রয়েছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াট ওয়্যারড চার্জিং যা সংস্থার দাবি অনুযায়ী ৫০ শতাংশ চার্জ করতে সময় নেয় ১৬ মিনিট।
ফোনটির দাম ভারতে ২২ হাজার রুপি।