বিনোদন ডেস্ক: ঋষভ পান্থ নামটি যেন কিছুতেই উর্বশী রাউতেলার পিছু ছাড়ছে না। এবার আইপিএলের মাঠ থেকে অভিনেত্রীকে হুঁশিয়ারি দিলেন পান্থের এক অনুরাগী। সেই ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন নায়িকা। ২০১৮ সালে সম্পর্কে জড়িয়েছিলেন ঋষভ এবং উর্বশী। তবে তার মেয়াদ বেশিদিন টেকেনি। ২০১৯ সালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋষভ জানান, ইন্টিরিয়র ডিজাইনার ইশা নেগির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। শোনা যায়, খুব খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়েই ঋষভ ও উর্বশীর সম্পর্ক শেষ হয়েছিল।
অতীতে দু’জনের মধ্যে বিস্তর কাদা ছোড়াছুঁড়িও হয়েছে। এখনো তার রেশ রয়েছে। এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে আইপিএল চলাকালীন ঋষভ পান্থের এক ভক্ত অক্ষর প্যাটেলকে ডেকে চিৎকার করে বলতে থাকেন, ঋষভ পান্থকে বলে দিও, আমরা ওর পাশে আছি।
উর্বশী রাউতেলাকে ছাড়বো না আমরা।
বিপরীতে আরেক কাণ্ড ঘটান নায়িকা। এই ভিডিও শেয়ার করে বসেন উর্বশী। কিন্তু সেই ভিডিওতে ঋষভ পান্থের নাম ছিল না। তার পরের অংশটি ছিল। ক্যাপশনে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী লেখেন, আমার নামের শেষাংশের এমন ভুল উচ্চারণ বন্ধ করুন। আমার খুব প্রিয় এই পদবি। প্রত্যেকটা শব্দের অর্থ আছে এবং পদবিতে শক্তি আর আশীর্বাদ লুকিয়ে থাকে।