বিনোদন ডেস্ক : একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। বর্তমানে পর্দায় খুব একটা দেখা মেলে না তার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আছেন ভক্তদের সংস্পর্শে। শেয়ার করেন নিজের নানা চিন্তাভাবনা ও মুহুর্ত। অনেকেই হয়তো জানেন না, অভিনেত্রী হলিউডের প্রখ্যাত অভিনেতা টম ক্রুজের একজন বিশাল ভক্ত। অভিনেত্রী এবার প্রকাশ করলেন, তিনি টম ক্রুজকে বিয়ে করতে চান!
সম্প্রতি ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২৩’-এর রেড কার্পেটে হাজির ছিলেন আমিশা প্যাটেল। সেখানে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় যে তিনি যদি অন্য অভিনেত্রীর স্থান নিতে চান তাহলে সেটা কে হবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে টম ক্রুজের বিপরীতে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন এমন যেকোনো অভিনেত্রীর জায়গা তিনি নিতে চান।
অভিনেত্রী আরো প্রকাশ করেন যে তিনি টমের বিরাট ভক্ত! তিনি যদি পারতেন তবে তাকে বিয়েও করতেন। এমনকি তার বেড়ে ওঠার সময় তার ঘরে হলিউড তারকার পোস্টারও ছিল।
বহুদিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন আমিশা। তবে এবার পর্দায় ফিরছেন অভিনেত্রী। নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট চলচ্চিত্র ‘গাদার’-এর সিক্যুয়েলেই ফিরছেন আমিশা। অনিল শর্মা পরিচালিত ‘গাদার ২ : দ্য কথা কন্টিনিউজ’-এ সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে ফিরছেন তিনি। চলতি বছরের আগস্টে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া