স্পোর্টস ডেস্ক : গল টেস্টের প্রথম দিন দিমুথ করুনারত্নে (১৭৯) এবং কুশল মেন্ডিজের (১৪০) সেঞ্চুরিতে বল টুকাতে পার করেছে আয়ারল্যান্ড। টেস্টের নবাগত দলটির বোলারদের নিয়ে দ্বিতীয় দিনেও ছেলে-খেলা উৎসব করেছে শ্রীলঙ্কার ব্যাটাররা।
প্রথম দিনের স্কোর ৩৮৬/৪ থেকে টনিক নিয়ে দ্বিতীয় দিন ওয়ানডে আমেজে ব্যাট করে শ্রীলঙ্কা ৫৯১/৬-এ ইনিংস ঘোষণা করে আয়ারল্যান্ডকে ইনিংস হারের লজ্জা দেয়ার পথ প্রশস্ত করেছে। দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ডের স্কোর ১১৭/৭। ফলো অন এড়াতে এখনও দরকার ২৭৫ রান।
দ্বিতীয় দিন প্রথম সেশনে শ্রীলঙ্কা ১১৭ রান যোগ করে ২ উইকেট হারালেও চান্দিমাল-সামারাবিক্রমা সেঞ্চুরি পেয়েই ছেড়েছেন। এর আগে ৪ টেস্টে সর্বোচ্চ ইনিংস ছিল সামারাবিক্রমার ৩৮।
টেস্ট নবাগত আয়ারল্যান্ডকে পেয়ে সেই লোয়ার অর্ডার সামারাবিক্রমা প্রথম সেঞ্চুরি উদযাপন করেছেন (১১৪ বলে ১১ চার-এ ১০৪*)। চান্দিমাল এদিন উদযাপন করেছেন ১৪তম টেস্ট সেঞ্চুরি (১৫৫ বলে ১২ চার-এ ১০২*)। এই দু্ই ব্যাটার অবিচ্ছিন্ন ৭ম জুটিতে যোগ করেছেন ১৮৩ রান। তারা সেঞ্চুরি পাওয়ার পর আর অপেক্ষা করেননি শ্রীলঙ্কা অধিনায়ক, ৫৯১/৬-এ ইনিংস ঘোষণা করেছে তারা।
আয়ারল্যান্ডকে রান পাহাড়ে চাপা দিয়ে দ্বিতীয় দিন সফরকারী দলের ব্যাটিং লাইন আপকে এলোমেলো করে দিয়েছে শ্রীলঙ্কা। বাঁ হাতি স্পিনার প্রবথ জয়সুরিয়ার বোলিংয়ে (৫/৫২) দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ডের স্কোর ১১৭/৭।
প্রবথ জয়সুরিয়ার এটি ৬ষ্ঠ টেস্টে ৫ম বারের মতো ইনিংসে ৫ উইকেট। আইরিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৫ রান করেছেন ম্যাককুলাম। ৩৪ রান করেছেন হ্যারি ট্যাক্টর। টাকার ২১ রানে ব্যটিংয়ে আছেন।
দ্বিতীয় দিনের শেষ সেশনে আয়ারল্যান্ড স্কোর কার্ডে ৯০ রান যোগ করে হারিয়েছে ৫ উইকেট।
(২য় দিন শেষে)
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৫৯১/৬ডি. (১৩১.০ ওভারে)
আয়ারল্যান্ড ১ম ইনিংস : ১১৭/৭ (৪৫.০ ওভারে)