ঢাকা : দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার (১৩ মে) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। গেল ঈদুল ফিতরের পর রাজপথে এটাই সরকারবিরোধী প্রথম কর্মসূচি। এজন্য বড় শোডাউনের প্রস্তুতিও নিয়েছেন দলটি। দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকার দুই মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে সর্বোচ্চ লোক সমাগম ঘটাতে চান নেতারা।
বিএনপি সূত্রে জানা গেছে, এই সমাবেশ থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে জেলা পর্যায়ে পরবর্তী কর্মসূচি। আজ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগপৎ কর্মসূচি ঘোষণা করবেন। একই সঙ্গে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে জোরালো কর্মসূচি পালনের আহ্বান জানাবেন তিনি।
দলটির সূত্রমতে, সরকারবিরোধী যুগপৎ কর্মসূচি ঠিক করতে বিএনপির স্থায়ী কমিটি ও সাংগঠনিক নেতারা দফায় দফায় বৈঠক করেছেন। বৈঠকে জেলা পর্যায়ে সমাবেশের পক্ষে মত দিয়েছেন অনেকেই।
তৃণমূল থেকে আন্দোলনের গতি বাড়াতে আগামী ২০ মে থেকে কয়েকটি ধাপে জেলা পর্যায়ে সমাবেশ করবে বিএনপি। পরিস্থিতি অনুযায়ী সাংগঠনিক বিভাগ ও মহানগরে সমাবেশ করার পরিকল্পনাও রয়েছে বিএনপি নেতাদের। তবে জেলায় সমাবেশ শেষে লংমার্চ ও রোডমার্চ নিয়ে ভাবছেন দলটির শীর্ষ নেতারা।
শোডাউনের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শনিবার বড় ধরনের বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি রয়েছে। দেশের মানুষের দাবি-দাওয়া আদায়ের জন্য এই সমাবেশ। এদিন বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠন। মহানগরের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেবেন।