ঢাকা : রাজধানীর চানখারপুল মোড়ে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পলিন (১৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।
বুধবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে পলিনকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলিনকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু সাকিব হাসান ও সেলিম জানান, রাত ৮টার দিকে কাজলের ভাই আব্দুল্লাহকে শহীদ মিনার এলাকায় নিয়ে যান। সেখানে পলিন, কাজলসহ আরও কয়েকজন বন্ধু ছিল। স্ত্রীকে উত্যক্ত করায় সেখানে আব্দুল্লাহকে চড়-থাপ্পড় মারে পলিন। এরপর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরে শহীদ মিনার এলাকায় ঘুরাঘুরি শেষে বাসায় ফেরার সময় চানখারপুলে পৌঁছালে আব্দুল্লাহ পেছন থেকে পলিনকে ছুরিকাঘাত করে। পলিন মাটিতে লুটিয়ে পড়লে আব্দুল্লাহ পালিয়ে যায়।
নিহত পলিনের আরেক বন্ধু সেলিম জানান, স্ত্রী কাজলকে উত্ত্যক্ত করায় আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে চড় মারে পলিন। এরই জেরে আব্দুল্লাহ ও তার এক সহযোগী হানিফ ফ্লাইওভারের পাশে চানখারপুল মোড়ে পলিনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ঘটনাটি সম্ভবত চকবাজার থানা এলাকায় পড়েছে। বিষয়টি থানাকে অবগত করা হয়েছে।