ঢাকা : সংঘাতপূর্ণ সুদান থেকে আরো ১৭৬ বাংলাদেশি আজ বিকেলে জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছেন।
বিমানবন্দরে তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও এ সময় উপস্থিত ছিলেন।
বুধবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। স্থানীয় সময় বুধবার রাতে বদর এয়ারলাইন্সের আরো দুটি ফ্লাইটে ৩০২ জন এবং আগামীকাল রাতে আরো ৭৪ জন বাংলাদেশি জেদ্দায় পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।
সুদান থেকে ফেরত আসা এসব বাংলাদেশিদের মধ্যে ৫২ জন স্থানীয় সময় বুধবার রাত ১টার দিকে জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আগামীকাল কাতার এয়ারলাইন্সে ১৩০ জন ও মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৮ জন দেশের উদ্দেশ্যে রওনা হবেন।
অন্যদের বিভিন্ন ফ্লাইটে যত শিগগির সম্ভব দেশে আনা হবে।
এর আগে গত ৮ মে সুদান থেকে জেদ্দা হয়ে ১৩৬ জন প্রবাসী বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি বসবাস করেন। এদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এ বিষয়ে সব প্রস্তুতি গ্রহণ করেছে।