সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় একদিনে পানিতে ডুবে তিন শিশু নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ মে) দেবহাটা থানার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৮ মে) বিকেলে উপজেলার দক্ষিণ কোমরপুর গ্রাম ও একই উপজেলার তিলকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণ কোমরপুর গ্রামের দিনমজুর আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন (৪) ও তার প্রতিবেশী বিল্লাল হোসেন বাবুর ছেলে জাবির হোসেন (৪) এবং দক্ষিণ সখিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী তিলকুড়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন (৭)।
পারুলিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ আবদুল কাদের জানান, সোমবার বিকেল ৪টায় রিপন ও জাবির বাড়ির পাশে মৎস্য ঘেরের বেড়িবাঁধের ওপর খেলা করছিল। এ সময় সময় শিশুদের পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিল। পরে তাদের খোঁজ করতে গিয়ে দুজনকে পানিতে ভাসতে দেখে। এ সময় স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে সখিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, রুহুল স্কুল ছুটির পরে বাড়িতে ফিরে দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। পরে অনাকাঙ্ক্ষিতভাবে পানিতে পড়ে ডুবে যায়। এ সময় তার সঙ্গে থাকা বড়ভাই চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, সোমবার বিকেলে পানিতে ডুবে তিন শিশু নিহত হয়েছেন। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারগুলোর নিকট হস্তান্তর করা হয়েছে।