বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়িতে অজ্ঞাতপরিচয় তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ মে) দুপুরে উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে পাইক্ষ্যংপাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। উভয় পক্ষের গোলাগুলির মধ্যে এ তিনজন নিহত হতে পারেন।
রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যংপাড়া থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান।
বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, মরদেহগুলো রোয়াংছড়ি সদর থানায় নিয়ে আসা হচ্ছে। তাদের পরিচয় ও বিস্তারিত জানতে পুলিশ কাজ করেছে। শীঘ্রই বিস্তারিত জানা যাবে।