আন্তর্জাতিক ডেস্ক : নিষেধ করা সত্ত্বেও মা বিয়েবাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় ছুরি দিয়ে পর পর ৮০ বার কুপিয়ে খুন করার অভিযোগ ওঠেছে ছেলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে ভারতের রাজস্থানের ভিলওয়াড়া জেলায়। অভিযুক্তের নাম সুনীল। মৃতের নাম মঞ্জু (৪৬)।
রাজস্থান পুলিশ সূত্রে জানা যায়, ২৫ বছর বয়সী সুনীল কম্পিউটার সংক্রান্ত একটি বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ নেয়ার পর বাড়িতেই থাকতেন তিনি। সুনীল কোনো পেশার সঙ্গে যুক্ত নন। সুনীলের বাবা শংকর লাল পেশায় কৃষক। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন না শংকর। বাড়িতে মঞ্জুকে একা পেয়ে তার সঙ্গে ঝগড়া শুরু করেন সুনীল।
সুনীল জানতে পারেন যে, বিয়েবাড়ি যাবেন বলে নিজের ভাইয়ের বাড়ি যাচ্ছেন মঞ্জু। ব্যাগপত্র গোছানোও শুরু করে দিয়েছেন তিনি। মঞ্জুকে বিয়েবাড়ি যেতে বাধা দিলেও সুনীলের কথায় কান দেন না মঞ্জু। দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাগের বশে ছুরি দিয়ে মঞ্জুকে হামলা করেন সুনীল। পর পর ৮০ বার মঞ্জুকে কুপিয়ে মারেন সুনীল।
রাজস্থান পুলিশ আরও জানায়, মঞ্জুকে খুন করার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান সুনীল। তল্লাশি চালানোর পর পুলিশের হাতে ধরা পড়েন অভিযুক্ত। গেল শুক্রবার তাকে আদালতেও পেশ করা হয়। যে ছুরি দিয়ে মঞ্জুকে হত্যা করা হয়েছিল, তা পুলিশ উদ্ধার করেছে। এখনও খুনের তদন্ত চলছে।