স্পোর্টস ডেস্ক : মিগুয়েল ফিগেইরার জোড়া গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটিকে ৪-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ ফুটবলে অপরাজিত ধারা বজায় রাখলো বসুন্ধরা কিংস।
শুক্রবার (২৮ এপ্রিল) মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে কিংসকে লিড এনে দেন রবসন রবিনহো। চাপ ধরে রেখে ম্যাচের ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আসরর গফুরভ। ব্রাজিলিয়ান রবিনহোর ক্রস ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি রহমতগঞ্জের ডিফেন্ডার, সেই বল পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন গফুরভ।
প্রথমার্ধের শেষ মিনিটে ফ্রি-কিক থেকে ব্যবধান ৩-০ করেন মিগুয়েল ফিগেইরা। বাঁ পায়ের মাপা ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন তিনি।
বিরতি থেকে ফিরে ব্যবধান কমানোর একাধিক সুযোগ মিস করে রহমতগঞ্জ। অন্যদিকে ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোল করেন মিগুয়েল। এতে ১৩ ম্যাচে ১২ জয় নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।
এদিকে মুক্তিযোদ্ধার কাছে ১ গোলে হেরে কিংসের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে গেছে, দ্বিতীয় স্থানে থাকা আবাহনী ক্রীড়া চক্র। আর ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ।