স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লো-স্কোরিং ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দল শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশকে হারিয়েছে ২৭ রানে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ১১৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে লেগ স্পিনার ফাহিমা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে একশর আগেই থেমে যায় স্বাগতিকরা। ২২ রানে তুলে নেন ৪ উইকেট। ৩৮.৪ ওভার দীর্ঘ হয় তাদের ইনিংস।
দিশা বিশ্বাস ও নাহিদা আক্তার দুটি করে উইকেট তুলে নিলে ৮৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার দলটি। একটি উইকেট নেন এই সিরিজেই প্রথম ডাক পাওয়া সুলতানা খাতুন। ব্যাটিংয়ে তিনিই করেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান। দশ নম্বরে নেমে খেলেন ৩২ রানের ইনিংস।
১১ নম্বরে নামা জাহানারা আলম ১৬ রানে অপরাজিত থাকেন। মিডলঅর্ডার ব্যাটার রিতু মনি ১৭ রান করেন।
আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২৯ এপ্রিল, ২ ও ৪মে।
৯, ১১ ও ১২মে হবে তিনটি টি-টুয়েন্টি। এই সিরিজের আগে ৭মে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে ২০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।