সাবেক পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শংকর পালকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। রোববার ( ২৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে শহরের কাগুজিরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক এ তথ্য জানান।

আহতের ভাই রাজীব পাল জানান, রাতে শংকর পাল নিজস্ব মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন।

কাগুজিরপুল বাসস্ট্যান্ড এলাকায় বর্তমান কাউন্সিলর মো. হারুন মল্লিকের ছেলে মো. আরিফসহ ৫-৬ জন তার গতিরোধ করে হামলা চালায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শোয়েব মাহমুদ জানান, সাবেক কাউন্সিলর শংকর পালের ডান হাতের কনুই ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com