চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে শিশুসহ দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড উত্তর পশ্চিম গাটিয়াডেঙ্গায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, সৈয়দ কামরুল ইসলাম (৫১) ও রাফি (৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের অনুসারী ছোট মানিক প্রতিপক্ষের লোকজনের ওপর অতর্কিত গুলি চালায়। এ সময় তাতে দু’জন গুলিবিদ্ধ হয়। পরে গুরুতর অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আহত রাফির অবস্থা আশঙ্কাজনক।
সাতকানিয়া থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছির আরাফাত জানান, রোববার দুপুরে কামরুল নামে এক ব্যক্তিতে গুলি করা হয়। এ সময় তার পাশে থাকা এক শিশুও গুরুতর আহত হয়েছেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।