আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের জন্য পাসপোর্ট নবায়নে ইলেকট্রনিক সেবা চালু করেছে। সাদাদ ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের সহযোগিতায় এই সেবা চলবে।
গালফ ইনসাইডারের খবরে বলা হয়েছে যে, বাংলাদেশিদের জন্য সেবাটি পাচটি পোস্ট অফিসে পাওয়া যাবে। সেগুলো হলো- মানামা, রিফা, ইসা টাউন, হামাদ টাউন এবং মুহাররাক।
বাহরাইনের পোস্ট অফিস বিভাগের পরিচালক লতিফা মুতলাক আল থাওয়াদি বলেন, বিভিন্ন অর্থপ্রদানের চ্যানেলের মাধ্যমে বাহরাইন পোস্ট গ্রাহকদের সহজ এবং সুবিধাজনক পরিষেবা সরবরাহ করা হবে।
রিচালক লতিফা মুতলাক ডিজিটাল পরিষেবার প্রচার এবং গ্রাহকদের জন্য সহজ অ্যাক্সেস এবং নিরাপদ অর্থ প্রদানের জন্য ইলেকট্রনিক পেমেন্ট এবং প্রযুক্তিগত সমাধানগুলো সক্রিয় করতে বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন।