ঢাকা : রাজধানীর মৌচাকে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
খিলগাঁও ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. হাসান আলী বলেন, মালিবাগের ফরচুন শপিংমলের বিপরীতে এ দুর্ঘটনা ঘটেছে। টয়োটা এক্সিয়ো মডেলের ঢাকা মেট্রো-গ ৩৬-২৭৬৫ গাড়িটি বিস্ফোরণে দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির সিলিন্ডারটি অক্ষত আছে। প্রাথমিক ধারনা, সিলিন্ডারের লিকেজ থেকে চাপ সৃষ্টি হয়ে গরমে বিস্ফোরণ ঘটেছে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, বিস্ফোরণে প্রাইভেট কারটিতে আগুন ধরে যায়। পরে ফরচুন মার্কেট থেকে ফায়ার এক্সটুইংগিউশার এনে আগুন নেভানো হয়েছে। এ সময় গাড়িতে একটি ছোট মেয়েসহ ৪ জন মানুষ ছিল। মেয়েটি বেশি দগ্ধ হলেও বাকিরা তেমন দগ্ধ হয়নি।