জনগনের আন্দোলনের স্রোতে ভেসে যাবে এই সরকার : টুকু

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

রাজশাহী : জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, জনগনের আন্দোলনের স্রোতে ভেসে যাবে এই সরকার ।জনগনের গণতান্ত্রিক অধিকারগুলো এই ফ্যাসবাদী সরকার কেড়ে নিয়েছে। এবার তাদের বিদায় নিতেই হবে।’

মঙ্গলবার (১১ এপ্রিল) রাজশাহী বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভা, ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, এ সরকারকে যদি হটাতে হয়, একটি গণঅভ্যুত্থান প্রয়োজন। গণঅভ্যুত্থান তখনই সম্ভব হয় যখন জনগণ, সকলে ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থান সফল করে। ইনশাল্লাহ সেই গণঅভ্যুত্থান অতি দ্রুত এদেশে হবে।

তিনি বলেন, সরকারের দুর্নীতি ও ব্যর্থতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। রমজান মাসে মানুষ নিদারুণ কষ্টে মানবেতর জীবনযাপন করলেও মন্ত্রীরা দ্রব্যমূল্য নিয়ে মিথ্যাচার করে জনগণের সাথে মশকরা করছে।

টুকু বলেন, দেশে চরম অশান্তি বিরাজ করছে, মানুষ নিরাপদ বোধ করছে না।

এসময় তিনি সবাইকে সরকারের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল রাজশাহী বিভাগীয় সহ-সভপতি মাহফুজুর রহমান রিটনের সভপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এসময় আরো উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, যুবদলের ভারপ্রাপ্ত সাধারন-সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com