মৌলভীবাজার : আ.লীগের দুঃশাসন থেকে জনগন মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু।
শুক্রবার (০৭ এপ্রিল) সিলেট বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভা, ইফতার ও দোয়া মাহফিলে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, আন্দোলন ছাড়া আমাদের কোনো মুক্তি নেই। আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করতে পারলে তবেই আমরা মুক্তি পাব। এই সরকার গণতন্ত্র হত্যা করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানুষ আজ বঞ্চিত। আওয়ামী লীগ দেশকে চরম ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। সরকারের দুর্নীতি ও ব্যর্থতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। রমজান মাসে মানুষ নিদারুণ কষ্টে মানবেতর জীবনযাপন করছে।
তিনি বলেন, দেশের সকল মানুষ মনে করছে এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়। জনগণ জেগে উঠেছে, তাদের গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় করা হবে।
সেদিন আর বেশি দূরে নয়, অতি নিকটে জানিয়ে সবাইকে যার যার অবস্থান থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান যুবদলের এই নেতা।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সিলেট বিভাগীয় সহ-সভাপতি জাকির হোসেন উজ্জলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।