ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বেগম খালেদা জিয়া তার সুস্থ্যতার চেয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে বেশি খুশি হবেন।
শনিবার (১৮ মার্চ) নয়া পল্টন বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, ‘গতকাল শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের ইমাম বলছিলেন রমজান মাসে ইবলিশের পায়ের শিকল পরিয়ে দেওয়া হয়। যাতে মানুষকে অন্যায় কাজ করাতে না পারে। কিন্তু আওয়ামী লীগের পায়ে শিকল লাগাবে কে?’
তিনি বলেন, ‘রোজা আসছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। প্রতিবছর হজের জন্য যে কোটা নির্ধারণ থাকে সেই কোটা এখনো পর্যন্ত পূরণ হয়নি। উচ্চ আদালত নির্দেশ দিয়েছে বিমানের ভাড়া কমানোর জন্য কিন্তু বিমানের এমডি বলেছে ভাড়া কমানো যাবে না। তাই অনেক মানুষ হজে যেতে পারবে না। অর্থাৎ বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়েও তারা স্বাধীনভাবে তাদের ধর্মটাও পালন করতে পারবে না।’
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে ভোট হরণ করছে মানুষ যদি একটু সুযোগ পায় তাহলে প্রমাণ করে দিবে দেশের জনগণ আওয়ামী লীগকে চায় না। গতকাল বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে। সিলেটে আটটি জায়গায় নির্বাচন হয়েছে তার মধ্যে তিনটিতে আওয়ামী লীগ জিতেছে বাকি পাঁচটিতে হেরেছে।’
তিনি বলেন, ‘মুক্তি আমরা সকলেই চাই। সবার আগে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি চাই। তাহলে কারাগারে যারা বন্দি আছেন সবাই মুক্ত হবেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর শারীরিক অসুস্থতা থেকে সুস্থ হলে যত খুশি হবেন তার চেয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে তিনি বেশি খুশি হবেন। তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।