কক্সবাজার : কক্সবাজারের নব গঠিত উপজেলার ঈদগাঁওতে বাবাকে ভিডিও কলে রেখেই কাদিরা সুলতানা রুমি (২৪) নামের ঐ নারী আত্মহত্যা করেছেন।
পরিবারের দাবি, প্রবাসী বাবাকে ভিডিও কলে নিজের বিষন্নতার কথা জানাতে চেয়েছিলেন মেয়ে। তবে বাবা তাতে ভ্রুক্ষেপ করেননি। তাই অভিমানে করে এভাবে আত্মহননের পথ বেছে নেন তিনি।
বুধবার (১৫ মার্চ) রাতে উপজেলার উত্তর নাপিতখালি এলাকার প্রবাসী আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নাদিরা সুলতানা রুমি প্রবাসী আবুল কালামের কন্যা। ঘটনার পর নিজ বাড়ি থেকে রুমির মরদেহ উদ্ধার করেছে ঈদগাঁও থানা-পুলিশ।
ঈদগাঁও থানার এসআই মো. জুয়েল সরকার পরিবারের বরাতে জানান, ঘটনার আগ মুহূর্তে রুমি তার বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলে কোনো সমস্যার কথা জানাতে চেয়েছিলেন। এক পর্যায়ে বাবা বিরক্তবোধ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পুনরায় কল দিলে রিসিভ করে মোবাইল একপাশে ফেলে রাখে বাবা আবুল কালাম৷ অভিমান সহ্য করতে না পেরে বাড়ির রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রুমি।
নিহত রুমির স্বজনরা জানায়, পাঁচ বছর আগে রুমির বিয়ে হয়েছিল। চার বছরের একটা সন্তান রয়েছে তার। বিয়ের তিন বছর পর রুমির বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে বিষন্নতায় ভুগছিলেন রুমি।
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির এ তথ্য নিশ্চিত করেছেন।