ঢাকা: মার্কিন নিষেধাজ্ঞা না আসায় বিএনপির মনের জোর কমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সোমবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আশা করে বসেছিল, তাদের সঙ্গে বৈঠক হবে। আশা করেছিল বিএনপির পক্ষ নিয়ে আগামী নির্বাচন সামনে রেখে সরকারকে চাপ দেবে। তিনি বলেন, বিএনপির সঙ্গে বৈঠক হলো না। নিষেধাজ্ঞার জন্য বসেছিলেন, নিষেধাজ্ঞা এলো না। অবস্থা বেগতিক, হতাশায় ডুবতে ডুবতে বিএনপির মনের জোর কমে গেছে।
‘মনের জোর যখন কমে যায়, তখন গলার জোর বেড়ে যায়’- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের অবস্থা হয়েছে তাই, তাদের মনের জোর কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। ফখরুলের গলার জোর বেড়ে গেছে।
বিএনপির পদযাত্রার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পথ হারিয়ে বিএনপি পদযাত্রা শুরু করেছে। এর মাধ্যমে তাদের আন্দোলনের মরণযাত্রা শুরু হয়ে গেছে। কারণ, মনের জোর কমে গেছে। তাদের সুর ছিল গরম, এখন এত নরম কেন। ছিল বিক্ষোভ, বিক্ষোভ থেকে নীরব কর্মসূচি কেন?
ওবায়দুল কাদের বলেন, পায়ের তলায় নাকি আমাদের মাটি নেই। পায়ের তলায় মাটি কার আছে, কার নেই প্রমাণ করতে দরকার নির্বাচন। আসুন ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আসুন প্রতিদ্বন্দ্বিতা করি। খালি মাঠে খেলব না।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক খাদ্যমন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।