স্পোর্টস ডেস্ক: উপমহাদেশের বাইরে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে শিরোপা উল্লাস করেছে তারা। রবিবার (২৯ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে এশিয়ার মেয়েরা।
শিরোপার লড়াইয়ে টস ভাগ্য জিতেন শেফালি বর্মা। তিনি ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংল্যান্ডকে। ১৭.১ ওভারে তাদের ইংনিস গুটিয়ে যায় মাত্র ৬৮ রানে। জবাবে ৩০ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে অনূর্ধ্ব-১৯ ভারত নারী দল।
ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ফাইনালে ২০ রানও করতে পারেনি ইংল্যান্ডের কেউ। সর্বোচ্চ ১৯ রান আসে রায়ানা ম্যাকডোনাল্ড। ২টি করে উইকেট পান তিতাস সাধু, অর্চনা রানী এবং পার্শ্ববী চোপড়া। ১টি করে উইকেট শিকার করেন মান্নাত কশ্যপ, শেফালি এবং সোনাম যাদব।
অল্প রান তাড়ায় শুরুতেই অধিনায়ক শেফালিকে (১৫) হারায় ভারত। ৫ রান করতেই সাজঘরে ফেরেন সুয়েতা শেহরাওয়াত (৫)। ২০ রানে ২ উইকেট হারানো ভারতের হাল ধরেন সুমাইয়তা তিওয়ারি এবং তৃষা। দুজনের ৪৬ রানের জুটিতে সহজ হয়ে যায় তাদের জয়ের পথ।
দলীয় ৬৬ এবং ব্যক্তিগত ২৪ রানে প্যাভিলিয়নে ফিরেন তৃষা। এরপর রিতিশা বসুকে সঙ্গে নিয়ে ভারতকে জিতিয়েই মাঠ ছাড়েন সুমাইয়া। তিনি অপরাজিত ছিলেন ২৪ রানে।