ঢাকা : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের উন্নয়ন নিয়ে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে, আর এটি যারা করছেন তারা দেশের ভালো চায় না। রফতানি নিয়ে সরকার সাহসী লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীতে ইনস্টটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে পুঁজিবাজার নিয়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ সব বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগের অর্থের জোগানে এখনো ব্যাংক নির্ভরতা রয়েছে। এ ধারণার পরিবর্তন আসতে হবে।
বিনিয়োগের জন্য পুঁজিবাজার থেকে ৫০ শতাংশ অর্থ নেয়া হলেও দেশে উন্নতি হতে বাধ্য বলে মন্তব্য করেন। করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নেতিবাচক প্রভাবের পরও ডিসেম্বরে রেকর্ড রফতানি হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার সঠিক পথে আছে বলেই প্রতিকূলতার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে।