আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক শাসকের বিরুদ্ধে ‘জন-প্রতিরক্ষা যুদ্ধ’ ঘোষণা করেছে দেশটির ছায়া সরকার।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক ভিডিওবার্তায় এ ঘোষণা দিয়েছেন মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশি লা।
দুয়া লাশি লা ফেসবুক ভিডিওবার্তায় আরও বলেন, জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার দায়িত্ব থেকে জাতীয় ঐক্য সরকার সামরিক সরকার বিরুদ্ধে ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’ শুরু করেছে।
মিয়ানমার ছায়া সরকারের প্রধান বলেন, এটি একটি গণবিপ্লব। তাই মিয়ানমারের সব নাগরিক দেশের প্রতিটি প্রান্তে মিন অং হ্লাইং-এর নেতৃত্বাধীন ‘সামরিক সন্ত্রাসীদের’ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করবে।
গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে সামরিক জান্তা। এরপর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এনএলডি সরকারকে উৎখাতের ছয় মাসের মাথায় মিয়ানমারের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন জান্তা প্রধান মিন অং হ্লাইং।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে জান্তাবিরোধী বিক্ষোভ দমন করতে ৯৩৯ জনকে সেনাবাহিনীর সদস্যরা হত্যা করেছেন বলে অভিযোগ করেছে দ্য অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস। এ ছাড়া ৬ হাজার ৯৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সূত্র: আল জাজিরা