জমে উঠেছে জাতীয় প্রেসক্লাব নির্বাচন

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

ঢাকা: জমে উঠেছে জাতীয় প্রেসক্লাব নির্বাচন। ২০২৩-২৪ মেয়াদে প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি গঠনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ১৭টি পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ৩১ ডিসেম্বর নির্বাচন এবং আগামীকাল (৩০ ডিসেম্বর) শুক্রবার দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে গণসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের পদচারণায় সবসময় জমজমাট থাকছে প্রেসক্লাব প্রাঙ্গণ।

তরুণরা ছাড়াও প্রবীণ ভোটাররাও মেতেছেন ভোট উৎসবে। প্রত্যেক ভোটারের কাছে গিয়ে প্রার্থীরা কুশল বিনিময় করছেন ও ভোট চাচ্ছেন। অনেকে ফোন বা এসএমএস করে ভোট চাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

সর্বশেষ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম আওয়ামী প্যানেলকে বিজয়ের লক্ষ্যে বর্ধিত সাধারণ সভা করেছে।

দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম হিসেবে আওয়ামী প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত পরিষদ। অন্যটি বিএনপির ফোরাম। এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন কামাল উদ্দিন সবুজ ও ইলিয়াস খান পরিষদ।

এবারের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সভাপতি পদে ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত, সিনিয়র সহ-সভাপতি পদে কার্তিক চ্যার্টার্জি, সহ-সভাপতি পদে রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক পদে আশরাফ আলী ও আইয়ুব ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই প্যানেলে সদস্য হিসেবে লড়বেন মিজান মালিক, ফরিদ হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, রহমান মুস্তাফিজ, কল্যাণ সাহা, সলিমুল্লাহ সেলিম, নজরুল কবীর, নিজামুল হক বিপুল, ইব্রাহীম খলিল খোকন ও শামীম সিদ্দিকী।

এদিকে, বিএনপি প্যানেলে সভাপতি পদে কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান, সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ, সহ-সভাপতি পদে সৈয়দ আলী আফসার, যুগ্ম সম্পাদক পদে ইলিয়াস হোসেন ও সাইদুল হোসেন সাহেদ এবং কোষাধ্যক্ষ পদে হাসান শরীফ প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া বিএনপি প্যানেলে সদস্য হিসেবে লড়বেন সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনক হোসেন, বখতিয়ার রানা, শাহনাজ পলি, কামরুল হাসান দর্পন, আনিসুল রহমান খান, সীমান্ত খোকন, মোহাম্মদ মোমিন হোসেন, শামসুল হক দুররানী ও তাহমিনা আক্তার।

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে কোষাধ্যক্ষ পদে শাহনেওয়াজ দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি প্যানেলের বাইরে সদস্য হিসেবে আরও লড়ছেন আজমত হক হেলাল, ভানুরঞ্জন চক্রবর্তী, জুলহাস আলম, পান্থ রহমান, মাইনুল হক ভূইয়া, মোহাম্মদ জামাল উদ্দিন, শামসুদ্দিন আহম্মেদ চারু, শাহীন উল ইসলাম চৌধুরী, সাহাদাৎ রানা, সেলিনা সুলতানা (সেলিনা শিউলী)।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com