রংপুরের ভোটকে উৎসবমুখর বললেন সিইসি, ধীরগতির অভিযোগ নাকচ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

ঢাকা: রংপুর সিটি করপোরেশনে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হবে বলে আশা করছেন তিনি। ইভিএমে ভোট প্রয়োগে ধীরগতির অভিযোগও নাকচ করে দিয়েছেন সিইসি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি ক্যামেরা দিয়ে ঢাকায় বসে মনিটিরিং করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবানে তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে ৮টায় রংপুর সিটির ভোট শুরু হয়। গতবারের মতো এবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হচ্ছে। কনকনে শীত উপেক্ষা করে ভোট দিচ্ছেন নগরবাসী। ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে ২২৯টি কেন্দ্রের মধ্যে ১৮০৭টি সিসি ক্যামেরা স্থাপন করে ইসি।

গাইবান্ধা- ৫ উপ নির্বাচনে ভোটে সাংবাদিকরা মনিটরিং রুমে অবাধে প্রবেশ করতে পারলেও এবার সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত করছে আউয়াল কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক। সিসিটিভির মাধ্যমে মনিটরিং করছি। ট্যাবের মাধ্যমে কক্ষে কক্ষে মনিটরিং করছি। ডিজিটাল মাধ্যম প্রযুক্তি ব্যবহার করে যতটা সুন্দরভাবে নির্বাচনটা পর্যবেক্ষন করা সম্ভব।’

সিইসি বলেন, ‘নির্বাচনের সুস্থতা, শুদ্ধতা, সঠিকতা নিশ্চিত করা- সেই কাজটা আমরা করে যাচ্ছি। আপনারা (সাংবাদিকরা) আরও অপেক্ষা করুন। পরবর্তী সময়ে আরও তথ্য জানতে পারবেন। দিনশেষে চূড়ান্ত কথাটা বলা যাবে।’

বেলা ১১টা ১০ মিনিটে হাবিবুল আউয়াল বলেন,’ আমরা বলেছি এখন পর্যন্ত যথেষ্ট ভালো হয়েছে। আমরা দেখি যখন ভোট কার্যক্রম শেষ হবে তখন আপনারা জানবেন আমরাও জানবো।’

শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে রংপুর ভোট গৃহীত হবে আশা প্রকাশ করে কাজী হাবিবুল আউয়াল বলেন,’ ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এখন যেটা দেখা যাচ্ছে সেটারই ইঙ্গিত।’

ভোটে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমের) ধীরগতির বিষয়টি আপেক্ষিক বলে মনে করেন কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত দেখতে হবে কয়জন লোক ইভিএমে ভোট না দিয়ে চলে গেছে। আমরা সেটা মূল্যায়ন করবো। এখন যদি ধীরগতি হতে পারে কিন্তু আমাদের কাছে যদি তথ্য আসে ব্যাপকসংখ্যক ভোটার ধীরগতির কারণে ভোটই দিতে পারেনি তখন সেটাকে সিরিয়াসলি আমরা গ্রহণ করবো।’

বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত কোনো অভিযোগ পাননি উল্লেখ করে সিইসি পাশে বসে থাকা নির্বাচন কমিশনার আহসান হাবিব খানের কাছে জানতে চান কোনো অভিযোগ কি পেয়েছেন আপনারা। পরে সিইসি বলেন, ‘না কোনো অভিযোগ আমরা পাই নাই৷ ‘

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com