বিনোদন ডেস্ক: বর্ষপঞ্জির হিসাবে আর দিন সপ্তাহখানেক পরই নতুন বছর। নতুন বছর মানেই নতুন উদ্যম, নতুন লক্ষ্যে এগিয়ে যাওয়া। তারকারাও নতুন বছরের জন্য লক্ষ্য আর প্রতিজ্ঞা ঠিক করেন। তবে একবার পেছন ফিরে তাকিয়ে দেখেন। ফেলে আসা বছরটি সফল নাকি ব্যর্থ হলো—সেই হিসাব কষেন।
বছরটা মেহজাবিন চৌধুরীর জন্য বেশ ভালো গেছে বলায় যায়। বছরজুড়ে তিনি নাটক-ওয়েব ফিল্মে অভিনয়ে ব্যস্ত ছিলেন। ২০২২ সালে ২৯টি নাটক আর দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। সামাজিক মাধ্যমে তথ্যটি নিজেই নিশ্চিত করেছেন এ অভিনেত্রী।
ফেসবুকে নিজের ছবি প্রকাশ করে ক্যাপশনে তার অভিনীত নাটক-ওয়েব ফিল্মের তালিকা দিয়েছেন। সেই সঙ্গে অনুরাগীদের কাছে জানতে চেয়েছেন, সেসবের মধ্যে তাদের পছন্দের নাট-ওয়েব ফিল্ম কোনটি! অনুরাগীরাও তার ডাকে সাড়া দিয়েছেন। মন্তব্যের ঘরে নিজেদের মতামত জানাচ্ছেন। লিখছেন ভালোলাগার কনটেন্টের নাম।
এদিকে এই বছরটি আরও একটি কারণে স্মরণীয় হয়ে থাকবে মেহজাবিনের। অভিনেতা-অভিনেত্রী বিভাগে তিনি এ সম্মাননা পেয়েছেন। সেরা করদাতার তালিকায় নিজের নাম দেখতে পেয়ে চমকে উঠেছিলেন তিনি।
আগামীতেও সেরা করতাদার তালিকায় নিজের নাম দেখার প্রত্যয় ব্যক্ত করে মেহজাবিন বলেন, ‘প্রতিবারই দেখতাম সরকারের কাছ থেকে এ সম্মান কারা পাচ্ছেন। এর মধ্য দিয়ে আমাদের সহকর্মীদের কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া দেখতাম। সঠিকভাবেই তারা সরকারকে ট্যাক্স দিচ্ছেন। সচেতন নাগরিক হিসেবে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। তখন আমারও তাদের মতো হওয়ার ইচ্ছা ছিল। এবার করদাতার তালিকায় নিজের নাম দেখে খুশি। চেষ্টা থাকবে সব সময়ই যেন এ তালিকায় নাম থাকে।’
মেহজাবিন হাতে বেশ কিছু চিত্রনাট্যে জমা আছে। সেগুলো পড়ছেন। নতুন বছরে ফের নতুন উদ্যোমে ঝাপিয়ে পড়বেন কাজে। এমনই পরিকল্পনা তার।