রংপুর : রংপুরের তারাগঞ্জের জিগাতলায় ট্রাক, অটো ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফ জানান, আমরা সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসি।
সেখান থেকে ৫ জন মৃত ও আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করি।
তিনি আরও জানান, দুর্ঘটনার কবলে পড়ে মাইক্রোবাস ও অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। আহত ও নিহতদের নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। আহতদের পাশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।