স্পোর্টস ডেস্ক: ৫১৩ রানের পাহাড়সম রানের লক্ষ্য নিয়ে ব্যাট শুরু করে তৃতীয় দিনের শেষটা রাঙিয়ে রাখল দুই টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। এই দুই ব্যাটারের ব্যাটেই ভর করে উদ্বোধনী জুটি টিকিয়ে রেখে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। জয়ের জন্য সাকিবদের প্রয়োজন ৪৭১ রান। হাতে আছে ১০ উইকেট।
এর আগে কুলদীপ যাদবের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। চট্টগ্রামে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড। তৃতীয় দিন সকালে বাংলাদেশের শেষ দুই উইকেট জুটি টিকেছে ১১.৫ ওভার। যেখানে টাইগাররা যোগ করতে পেরেছে মাত্র ১৭ রান।
সকালে মেহেদী মিরাজ ও ইবাদত হোসেনের অষ্টম উইকেট জুটি অপরাজিত থেকে মাঠে নামে। দিনের পঞ্চম ওভারে কুলদীপ যাদবের লেগ সাইডের বল ব্যাট চালিয়ে ক্যাচ আউটের শিকার হন ইবাদত। মিরাজের সঙ্গে তার জুটি ছিল ৮৩ বলে ৪২ রানের। রান ও বলের হিসেবে এটি বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ জুটি। শেষভাগে খালেদকে নিয়ে ভালোই লড়ছিলেন মিরাজ। ১৪ বল খেলে খালেদ উইকেটে টিকে থাকলেও, মিরাজ আউট হয়ে যান। ২ চার ও ১ ছক্কায় ৮২ বল খেলে ২৫ রান করার পর অক্ষর প্যাটেলের বলে স্ট্যাম্পিং হন তিনি।
ভারতের হয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন কুলদ্বীপ যাদব। মোহাম্মদ সিরাজ নেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল ও উমেশ যাদব।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দেখেশুনেই খেলতে থাকেন দুই ভারতীয় ব্যাটার শুভমান গিল ও অধিনায়ক লোকেশ রাহুল। ৬২ বলে ২৩ রান করে রাহুল ফিরলেও দ্বিতীয় উইকেট জুটিতে গিল ও পূজারা মিলে গড়েন ১১৩ রানের জুটি। ১৫২ বলে ১১০ রান করে মিরাজের বলে সাজঘরে ফেরেন শুভমান। এরপর ম্যাচের হাল ধরেন পূজারা ও কোহলি। দারুণ ব্যাট করে শতক পূর্ণ করেন পূজারাও। সবশেষ দুই উইকেট হারিয়ে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করে ভারত।
এরপর ৫১৩ রানের বিশাল লক্ষ্য পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলতে থাকে বাংলাদেশ। নাজমুল শান্ত ২৫ ও জাকির হোসেন ১৭ রানে অপরাজিত আছেন।