অনলাইন ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের প্রকোপের জেরে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এর আগে দেশটি ২০২০ সালের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়।
রোববার (২৯ আগস্ট) দেশটির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন থেকে নির্দেশনাটি জারি করা হয়। যদিও আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চলাচল এই স্থগিতাদেশের আওতায় পড়বে না।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত এই সময়ের মধ্যে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকলেও ‘এয়ার বাবল’ ব্যবস্থাপনায় মোট ২৫টি দেশের সঙ্গে ভারতের বিমান পরিষেবা অব্যাহত থাকবে।
দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, মালদ্বীপ, জার্মানি, ফ্রান্স, ভুটান ও কাতার।