পুরো পৃথিবীতেই দ্রব্যমূল্য বেড়েছে: তথ্যমন্ত্রী

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২

ঢাকা : পুরো পৃথিবীতেই দ্রব্যমূল্য বেড়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শ্রীলঙ্কার অবস্থা দেখুন। ভারত, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, সব জায়গায় দ্রব্যমূল্য বেড়েছে। এর মূল কারণ হলো করোনা এবং সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

রবিবার (৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে এক সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ইউরোপে খাদ্য ও ভোগ্যপণ্যের দাম কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। অন্যান্য দেশেও একই অবস্থা। আমাদের দেশেও কিছু-কিছু বেড়েছে। যেগুলো মূলত আমদানি নির্ভর পণ্য, সেগুলোরই দাম বেড়েছে।

নিত্যপণ্যের দামের ইস্যুকে খরকুটোর মতো আঁকড়ে ধরতে বিএনপি চেষ্টা করছে বলেও এসময় মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বিএনপি আসলে কোনো ইস্যু পাচ্ছে না, তাই খরকুটো আকড়ে ধরে তাদের রাজনীতি টিকিয়ে রাখতে চায়।

বিএনপির সরকার পতন আন্দোলন নিয়ে মন্ত্রী বলেন, এই পতনের আন্দোলনতো ২০০৯ সাল থেকে শুরু করেছে। এরপর জনগণ আরো দুবার ভোট দিয়ে আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আগামী নির্বাচনেও ইনশাল্লাহ বিজয়ের মাধ্যমে দেশ চালানোর দায়িত্ব জনগন আমাদের দেবে, সেটিই আমরা বিশ্বাস করি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com