কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় একটি বাড়িতে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। নিহতের স্বজনদের
দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।
মরদেহের খোঁজ পাওয়ার বিষয়টি পুলিশ জানালেও বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত করেনি।
রৌমারীর ডাকভাঙা ইউনিয়নের কাউনিয়ার চর সীমান্তের একটি বাড়িতে শনিবার সকালে পাওয়া যায় মরদেহটি।
নিহত ৪৫ বছর বয়সী সইফুর রহমান রাখাল ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
তাদের অভিযোগ, শুক্রবার রাত ২টার দিকে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। তবে, বিএসএফ সদস্যরা তার বাড়িতে ঢুকে
গুলি করেছে নাকি সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার পর বাড়ি ফিরে তিনি মারা যান, এ বিষয়টি পরিষ্কারভাবে জানা যায়নি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লা জানান, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের জন্য তা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হবে।