আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল ডিপো এবং অন্যান্য স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই তেলের ডিপোতে হামলার টার্গেটে ছিল হুতিদের। যদিও হামলার ব্যাপারে প্রাথমিকভাবে সৌদির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টুইট বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদের স্থাপনা এবং ড্রোন দিয়ে তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে।